২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’

দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় কোমায় থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। শনিবার (১৯ জুলাই) রাজধানী রিয়াদের কিং আব্দুলআজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।
প্রিন্স আল ওয়ালিদ ২০০৫ সালে যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে অধ্যয়নরত অবস্থায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করা হলেও চিকিৎসকেরা তাকে আর জ্ঞান ফেরাতে পারেননি।
এরপর থেকে গত দুই দশক ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। নিঃশব্দ, নড়াচড়া-হীন জীবনের মাঝেও তার স্বজনরা আশার আলো হারাননি। কয়েক বছর আগে তার চোখ নড়াচড়া বা অঙ্গপ্রত্যঙ্গে সামান্য প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা পরিবারে আশার সঞ্চার করেছিল। কিন্তু তিনি আর জাগেননি।
প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য—প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ পুত্র এবং বিশ্ববিখ্যাত ধনকুবের ও বিনিয়োগকারী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। তার দীর্ঘ চিকিৎসা ও সেবা নিয়ে রাজপরিবারের ভূমিকা নানা সময় আলোচনায় এসেছে।
সৌদি গেজেট জানায়, প্রিন্স আল ওয়ালিদের জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা রবিবার (২০ জুলাই) থেকে শুরু হয়ে মঙ্গলবার (২২ জুলাই) পর্যন্ত চলবে। এতে রাজপরিবারের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আন্তর্জাতিক অঙ্গনের ব্যক্তিরাও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
রাজপ্রাসাদ থেকে তার মৃত্যুর খবর প্রকাশের পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#SleepingPrince’ হ্যাশট্যাগে রাজপুত্রের দীর্ঘ লড়াইয়ের প্রতি সম্মান জানিয়ে শোকবার্তা জানাচ্ছেন হাজারো মানুষ।
(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

মন্তব্য করুন