সালথায় তিন সহযোগীসহ মাদক সম্রাট মামুন গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৫:৩৬
অ- অ+

ফরিদপুরের সালথায় তিন সহযোগীসহ আলোচিত মাদক কারবারি মো. মামুন মোল্যাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট। সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন মাঝারদিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার কারবার করে আসছে বলে জানিয়েছেন পুলিশ।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মামুনের সহযোগিরা হলেন, মাঝারদিয়া গ্রামের মো. সানি মিয়া (২২), মিয়ার গ্রামের আল আমিন (৩৮), কুমারপুটি গ্রামের ইবাদত হোসেন (৩৬)।

অন্যদিকে গত রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাগদি এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ ইয়ার আলী মোল্যা (৩৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ইয়াবার বড় একটি চালানসহ মাদক সম্রাট মামুন মাঝারদিয়া এলাকায় অবস্থান করছিল, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তিন সহযোগীসহ মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে মাদকের বড় চালান উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের কাছ থেকে মাত্র ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মামুনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

এ ছাড়াও রবিবার রাতে কাগদি এলাকায় অভিযান চালিয়ে ইয়ার আলী নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বাংলাদেশের ব্লু-ইকোনমির স্বপ্নপূরনে সদা সচেষ্ট বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সঙ্গে ব্যাংক এশিয়ার পার্টনারশীপ
১২ দলীয় জোট থেকে জাগপাকে অব্যাহতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা