সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৯:৫৪| আপডেট : ১৩ মে ২০২৫, ১৯:৫৭
অ- অ+

রাজধানীর উত্তরায় প্রতিবন্ধী যুবকের ব্যবসা দখলের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম আল আমিন সরকার ওরফে শামীম আল মামুন এবং তার ভাই মইম সরকার।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৩ মে) বিকাল ৫টায় উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় অবস্থিত উত্তরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন উত্তরায় বসবাসরত গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

সূত্র জানায়, সম্প্রতি দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় প্রতিবন্ধী যুবক নাহিদ ও তার স্বজনরা বিএনপি নেতা আল আমিন সরকারের বিরুদ্ধে ইট-পাথরের ব্যবসা দখলের অভিযোগ এনে মানববন্ধন করেন। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম মজুমদার সেই সংবাদটি নিজের ফেসবুকে শেয়ার করেন। এরপরই আল আমিন সরকার ও তার অনুসারীরা বদরুল আলমকে মব ঘটিয়ে হত্যার হুমকি দিয়ে অডিও বার্তা পাঠান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় একটি সংঘবদ্ধ চক্র।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন সরকার ২০১৬ সালে নিজ দোকান থেকে ইয়াবাসহ আটক হয়ে প্রায় পাঁচ মাস কারাভোগ করেন। এরপর বিএনপির পদ ব্যবহার করে তিনি এলাকার নতুন ভবনে মালামাল সরবরাহ, ময়লা অপসারণ, ডিস ও ইন্টারনেট সেবার নিয়ন্ত্রণ নেন। সিনিয়র নেতাদের আশীর্বাদেই এসব কার্যক্রম চালান তিনি।

সাংবাদিক বদরুল আলম মজুমদার বলেন, ‘আল আমিন একজন উগ্র স্বভাবের মানুষ। তার ভাই মইম কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। মিরপুরের একটি প্রোগ্রামে মারামারির ঘটনায় একবার দল থেকে বহিষ্কৃত হলেও, পরবর্তীতে থানার এক শীর্ষ নেতার সহায়তায় তিনি পুনরায় পদ ফিরে পান। জানা গেছে, সেই নেতা দক্ষিণখানে বিএনপির নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন, যারা কোটি টাকার চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সংবাদ শেয়ার করায় এখন আমাকে মব দিয়ে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি উত্তরা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, সব রাজনৈতিক দলের সঙ্গেই চলাফেরা করেছি। অথচ মাদক ব্যবসায়ীরা এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এইসব বিতর্কিত নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়।’

উত্তরা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন বাংলাদেশে লজ্জার বিষয়। যারা বদরুল আলম মজুমদারকে হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।’

সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীদের কাজ সমাজের চিত্র তুলে ধরা। সে কাজে বাধা ও হুমকি এলে তার দায় রাষ্ট্রকেই নিতে হবে। বদরুল আলম মজুমদারকে হুমকি দেওয়ায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে উত্তরার প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা