ইউটিউব সিলভার বাটন পেল ঢাকা টাইমস ডিজিটাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৫, ২১:২২| আপডেট : ২১ জুন ২০২৫, ১৫:১৮
অ- অ+

দ্রুত বর্ধনশীল অনলাইন গণমাধ্যম ঢাকা টাইমস ডিজিটাল ইউটিউব সিলভার প্লে বাটন অর্জন করেছে। সম্প্রতি ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করায় এ সম্মাননা পেল গণমাধ্যমটি।

এই অর্জন উপলক্ষে ঢাকা টাইমস পরিবার সব পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশ ও মানুষের কল্যাণে সব সময় কার্যকর মুখপত্রের ইতিবাচক ভূমিকা পালন করবে ঢাকা টাইমস। তিনি দর্শক-শ্রোতা-পাঠকদের বরাবরের মতো ঢাকাটাইমস ও ঢাকা টাইমস ডিজিটালের সঙ্গে থাকার অনুরোধ জানান।

আরিফুর রহমান দোলন বলেন, ঢাকাটাইমস বর্তমান সময়ে দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের সংবাদ পরিবেশনের পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মেও সক্রিয় ভূমিকা রাখছে। গণমানুষের তথ্যচাহিদা পূরণে ভিডিও কনটেন্টে আস্থা তৈরি করেছে ঢাকা টাইমস ডিজিটাল।

ঢাকা টাইমস ডিজিটাল দর্শকদের ভালোবাসা ও বিশ্বাস ধারণ করে ভবিষ্যতে আরও আকর্ষণীয় কনটেন্ট নিয়ে হাজির হবে এবং অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যয় জানান সম্পাদক আরিফুর রহমান দোলন।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল
আদালতের নির্দেশনা পেলে সাবেক আইজিপি মামুনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: কারা অধিদপ্তর
জিএম কাদের একজন কর্তৃত্ববাদী: ব্যারিস্টার আনিস
‘পবিত্র পানি’ ছিটিয়ে শারীরিক স্পর্শ, ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা