গল টেস্টে অনন্য রেকর্ড মুশফিকের

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৮ জুন ২০২৫, ১৮:২১
অ- অ+

ক্যারিয়ারের শুরু থেকেই উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অনেক অর্জনের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। এবার গড়লেন অনন্য এক রেকর্ড যা পুরো বিশ্ব ক্রিকেটকেই বিস্মিত করবে। আন্তর্জাতিক ক্রিকেটে একটি বলও না করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন মুশফিক।

আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বল হাতে দেখা যায়নি মুশফিককে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে তিনি অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে টপকে এক নম্বরে জায়গা করে নেন। গিলক্রিস্টের ১৫ হাজার ৪৬১ রান ছাড়িয়ে গেছেন মুশফিক।

এটি এমন একটি রেকর্ড, যা শুধু বাংলাদেশের ক্রিকেটের গর্ব নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও বিরল। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (১২,৬৫৪ রান), এরপর ইংলিশ ব্যাটার জস বাটলার (১১,৮৮১ রান) ও জনি বেয়ারস্টো (১১,৫৮১ রান)।

অনেক উইকেটকিপার-ব্যাটারই ক্যারিয়ারে আংশিক বা কখনো কখনো বোলিং করেছেন, কিন্তু মুশফিক শুধু কিপিং এবং ব্যাটিং করেছেন। কখনোই বল করেননি।

(ঢাকাটাইমস/১৮জুন/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেডিংলিতে রেকর্ড রান তাড়া করে ভারতকে হারালো ইংল্যান্ড
কলম্বোতে ব্যাটিংয়ে টাইগাররা, ফিরেছেন মিরাজ
কলম্বোতে দুই মাইলফলকের সামনে লিটন
শেষ টেস্ট খেলতে কলম্বোতে টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা