ইরান পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ জুন ২০২৫, ১৮:২০
অ- অ+

চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তির বিরুদ্ধে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, তারা পরাজয় স্বীকার করে কারও কাছে আত্মসমর্পণ করবে না।

আজ বুধবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ কথা জানায়।

খামেনি বলেন, ইরান জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় থাকবে। ইরান কারও কাছে আত্মসমর্পণ করবে না।

খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশাল ট্রুথে এক পোস্টে লেখেন, শর্তহীন আত্মসমর্পণ। এর মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দেন তিনি।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে খামেনি বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে।ইসরাইলকেও ভুলের মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।

গতকাল ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, খামেনির অবস্থান জানেন, তবে তাকে এখনই হত্যা করবেন না তারা।

(ঢাকাটাইমস/১৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা