বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ জুন ২০২৫, ১৯:৩১
অ- অ+

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তারা।

ওপেনার আইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরিতে অবশেষে নিজেদের নামের পাশে বিশ্ব চ্যাম্পিয়ন তকমা পেল দক্ষিণ আফ্রিকা।

কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টির মতোই টেস্ট ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টকে বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়। এখন পর্যন্ত ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে পাঁচবার সেমিফাইনাল এবং টি-টোয়েন্টিতে একবার ফাইনাল খেলেছে তারা। ১৯৯৮ সালের পর আইসিসির কোন ইভেন্টের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ফাইনালের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেট হাতে নিয়ে জয় থেকে ৬৯ রান দূরে ছিল প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৮২ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২১৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি তুলে ১০২ রানে অপরাজিত ছিলেন মার্করাম। তার সাথে ৬৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেন অধিনায়ক বাভুমা। তৃতীয় উইকেটে ২৩২ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন মার্করাম ও বাভুমা।

চতুর্থ দিনের তৃতীয় ওভারে মার্করাম ও বাভুমার জমে যাওয়া জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন বাভুমা। ৫টি চারে ১৩৪ বলে ৬৬ রান করেন প্রোটিয়া অধিনায়ক। ১৪৭ রানের জুটি গড়েছেন মার্করাম ও বাভুমা।

এরপর ক্রিজে মার্করামের সঙ্গী হন ট্রিস্টান স্টাবস। জুটি গড়ার চেষ্টায় ২৪ রানে বেশি যোগ করতে পারেননি তারা। ৪৩ বলে ৮ রান করা স্টাবসকে বোল্ড করেন পেসার মিচেল স্টার্ক।

২৪১ রানে চতুর্থ ব্যাটার হিসেবে স্টাবসের আউটের পর দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথ সহজ করেন মার্করাম ও ডেভিড বেডিংহাম। পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়েন তারা। দলের জয় থেকে ৬ রান দূরে থাকতে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের শিকার হন মার্করাম। ১৪টি চারে ২০৭ বলে ১৩৬ রানের নান্দনিক ইনিংস খেলেন মার্করাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফের অনুসারীদের হামলায় আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ
৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
ছাত্রদল নেতা গ্রেপ্তারে মায়ের মৃত্যু, নানান নাটকীয়তার পর প্যারোলে মুক্তি
দেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা