‘চাঁপাইয়ের আম ইন্দোনেশিয়া পাঠাতে চাইলে সব রকম সহযোগিতা করবে দূতাবাস’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১৭:০২
অ- অ+

এখানকার ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়া আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে ইন্দোনিশয়া দূতাবাস।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুরে অবস্থিত প্রথম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এই কথা বলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস্টার আরিফ সোয়ুকু।

রাষ্ট্রদূত বলেন, এই অঞ্চলের আম বিখ্যাত হওয়ায় যদি কেউ ইন্দোনেশিয়ায় পাঠাতে চান তাহলে ঢাকাস্থ দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে এটা নির্ভর করছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের উপর।

এসময় চাঁপাই এগ্রোর চলমান প্রজেক্ট এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয় এবং আমের বহুবিধ ব্যবহার এবং রপ্তানি খাতে আমের উজ্জ্বল সম্ভাবনা ঘিরে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পরে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরির্দশন করেন রাষ্ট্রদূত মিস্টার আরিফ সোয়ুকু।

এসময় তাঁর সাথে ছিলেন, ইন্দোনেশিয়ার ঢাকাস্থ দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলাম প্রমুখ।

(ঢাকা টাইমস/০১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা