‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
ঢাকাটাইমস ডেস্ক
প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১০:২২

ছাত্র-জনতার অভ্যুত্থানের রক্তাক্ত জুলাইয়ের আজ প্রথম বার্ষিকী শুরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি লিখেছেন বিশিষ্ট লেখক ও গবেষক সেলিম রেজা নিউটন।
কবিতায় উঠে এসেছে চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি। সেখানে লেখা—
"জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি— গণবিদ্রোহ, প্রত্যেক দিন লাশ। 'মুক্তি-অথবা-মৃত্যু'র প্রস্তুতি— জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস।"
(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)

মন্তব্য করুন