জামালপুরে নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৩, ১৯:৩৮
অ- অ+

জামালপুরে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে নকল করার দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার মাদারগঞ্জ উপজেলায় তিনজন, বকশিগঞ্জ উপজেলায় দুজন ও দেওয়ানগঞ্জ উপজেলায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত আটজনের মধ্যে জেনারেল শাখায় তিনজন, মাদরাসা বোর্ডের অধীনে চার ও একজন ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জানান, পরীক্ষায় নকল করার দায়ে তিন উপজেলায় আটজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এবার সারা জেলায় ৮৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ কোর্সে ৫২টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৬ হাজার ৫৮৮ জন, ভোকেশনাল কোর্সে ২১টি কেন্দ্রে ৪ হাজার ২৩৩ জন ও মাদরাসা কোর্সে ১৩টি কেন্দ্রে ৪ হাজার ৮৩৭ জন শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/০৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা