ভিআইপিদের ব্যাগেজ তল্লাশিতে অধিকতর মনোযোগসহ ছয় নির্দেশ শাহজালালে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন করে ছয়টি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, বিশেষ করে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এখন থেকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরের তল্লাশিতে তার ব্যাগে পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়। তবে সেটি প্রথম দুটি তল্লাশিতে নয়, শেষ তল্লাশিতে গিয়ে ধরা পড়ে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা হয়। এমনকি বিমানবন্দরের যাত্রীদের আর্চওয়ে পারাপার ও ব্যাগ স্ক্রিনিংয়ের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার ঘটনায় জাতীয় নিরাপত্তার প্রশ্ন তোলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
এমন আবহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার উদ্যোগ নিল।
অতিরিক্ত নিরাপত্তামূলক পদক্ষেপগুলো হলো— সব ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধি, সব অ্যাভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান, সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান, মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা, বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্মস বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ এবং সিকিউরিটি ব্রিচ (নিরাপত্তা লঙ্ঘন বা সুরক্ষা ভঙ্গ) ঘটলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।
(ঢাকাটাইমস/০১জুলাই/মোআ)

মন্তব্য করুন