নোয়াখালীতে ২ হাজার বোতল স্পিরিটসহ আটক ১

প্রকাশ | ১১ মে ২০২৩, ১১:০০ | আপডেট: ১১ মে ২০২৩, ১১:৫৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ‘মাসুম মামুন হোমিও হল’ নামের এক প্রতিষ্ঠান থেকে নাসির উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১৯১ কার্টন থেকে ২২৯২ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।

বুধবার রাতে ভূমিহীন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত নাসির উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের বশির উল্যার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, ভূমিহীন বাজারের মাসুম মামুন হোমিও হলের পরিচালক নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে হোমিও ব্যবসার আড়ালে অবৈধ অ্যালকোহল রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছেন। যা মানব দেহের জন্য ক্ষতিকর। 

গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বুধবার রাতে ওই বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তার দোকান থেকে ১৯১টি কার্টন জব্দ করা হয়। পরে কার্টনগুলো থেকে ১০০ মিঃলি মিটারের ১২টি বোতল করে মোট ২২৯২টি বোতল জব্দ করা হয়। যার মোট ওজন ২২৯ লিটার।

আরও পড়ুন: কবরস্থানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা না করতে ভুক্তভোগী পরিবারকে হুমকি

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নাসির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/এসএম)