বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যায় জড়িত একজনকে গ্রেপ্তার

প্রকাশ | ১১ মে ২০২৩, ১৬:০২

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যাকাণ্ড জড়িত ইমন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার রাত ৮ টায় সদরের সাবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইমন মালগ্রাম কসাইপাড়া এলাকার হেলালের ছেলে। সে নাহিদ মামলার ৯ নম্বর আসামি।

এর আগে মঙ্গলবার রাতে বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ আহম্মেদকে বেলতলা এলাকার একটি মাঠে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই রাতেই নাহিদের বাবা ঝন্টু শেখ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলায় রতন, রনি, রবিনসহ ১৩ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত ইমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হওয়ার পর র‍্যাবের একটি টিম আসামিদের আটক করতে তৎপর হয়। বুধবার রাত ৮ টার দিকে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ৯ নাম্বার আসামি ইমনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: বাগেরহাটে উপকূলে ফিরছেন জেলেরা, প্রস্তুত ৪৪৬ আশ্রয়কেন্দ্র

পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়। মামলার বাকি আসামিদের আটক করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/এসএম)