ঘূর্ণিঝড় মোখা

বাগেরহাটে উপকূলে ফিরছেন জেলেরা, প্রস্তুত ৪৪৬ আশ্রয়কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২৩, ১৫:৩৭

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলীয় জেলা বাগেরহাটে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে। দুর্যোগের সময় যেন নদী তীরবর্তী এলাকার মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারেন সে জন্য ৪৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঝড়ের পূর্বাভাস পেয়ে উপকলীয় জেলার জেলেরা নিরাপদ আশ্রয়ে তীরে ফিরতে শুরু করেছেন। বাগেরহাট শহরের প্রধান কেবি মাছ বাজার ঘাটে ট্রলার রেখে অবস্থান করছেন জেলেরা। একই সঙ্গে মাঠে থাকা পাকা ধান ইতোমধ্যে কেটে ঘরে তুলেছেন কৃষকরা।

অপরদিকে মোংলা সমুদ্র বন্দরে ২ নম্বর দুরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা বন্দরে অবস্থান নেওয়া জাহাজগুলোতে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলছে।

বাগেরহাট জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী ঢাকাটাইমসকে বলেন, ‘ঘুর্ণিঝড়ের পূর্বভাস পেয়ে জেলেরা তীরে ফিরতে শুরু করেছে। আর যারা এখনো ফিরতে পারেনি তারা পাশের নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।’

তিনি বলেন, ‘জেলেরা আগের থেকে এখন অনেক সচেতন। তবে এই জেলেরা যখন গভীর সমুদ্রে থাকে তখন হঠাৎ কোনও দুর্যোগ এলে তারা কোনও খবর পায় না। তাই সাগরে মাছ ধরা জেলেদের সঙ্গে যোগাযোগের আধুনিক ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান এই মৎস্যজীবী নেতা।’

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। যেহেতু বাগেরহাট একটি উপকূলবর্তী জেলা। সে কারণে সরকারের দেওয়া নিদের্শনা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জরুরি সভা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে জেলা ও উপজেলাগুলোতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। দুর্যোগের সময় যেন স্থানীয় লোকজন আশ্রয় নিতে পারে সেজন্য জেলার ৪৪৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ত্রাণ হিসাবে ৫২২ মেট্রিক চাল মজুদ রয়েছে এবং দশ লাখ টাকা বরাদ্দ আছে।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের শুকনো খাবার প্রস্তুত রাখাসহ দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাটের মাঠে থাকা পাকা ধান কেটে ঘরে তোলার কাজ শেষ হয়েছে। ঝড় মোকাবিলায় কোস্টগার্ড, নৌবাহিনী, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন কাজ করবে।’

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় খুলনার উপকূলে সতর্ক প্রস্তুতি

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি বৃহস্পতিবার রাতের মধ্যে প্রবল ও শুক্রবারের (১২ মে) মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

(ঢাকাটাইমস/১১মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :