মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ

ঢাকার রাজধানীতে চলমান ভ্যাপসা গরম ও তীব্র দাবদাহে কর্তব্যরত ট্রাফিক সদস্যদের সুস্থতা ও পানিশূন্যতা রোধে মিরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ করা হয়েছে।
রবিবার ট্রাফিক-মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে ট্রাফিক সদস্যদের মাঝে ওরাল স্যালাইন বিতরণ করেন।
ডিসি ট্রাফিক বলেন, ‘চলমান গরমে ট্রাফিক সদস্যরা রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
এই ধরনের মানবিক পদক্ষেপ মিরপুর ট্রাফিক বিভাগের সদস্যদের মাঝে ইতিবাচক মনোভাব ও কর্মস্পৃহা সৃষ্টি করেছে।
(ঢাকা টাইমস/১১মে/এলএম/এসএ)

মন্তব্য করুন