হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ০২:২৮
অ- অ+

রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটার দিকে চলন্ত মোটরসাইকেলে করে এসে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। একইসাথে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। বাইকের পেছনে বসে থাকা ব্যক্তি ককটেল ছোড়ে, বলে জানান তারা।

গণসংহতি আন্দোলনের নেতারা জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামীকাল থেকে। জুলাই শুরুর মুহূর্তে এ ধরনের ঘটনা উদ্দেশ্যমূলক। সাধারণ মানুষকে ভয় দেখাতে এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিস্টদের বলে মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, আগেও যারা ভয়ের রাজত্ব কায়েম করে দেশ শাসন করেছে, তারাই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এসব বিষয়গুলোকে গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান গণসংহতি আন্দোলনের নেতাদের।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা