মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত গেয়ে জুলাই শহীদ ও যোদ্ধাদের স্মরণ ছাত্রদলের

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারা। সাবেক নেতাদের প্রায় সবাই এখন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন পদে নেতৃত্ব দিচ্ছে।
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি বলে জানিয়েছিল সংগঠনটি।
রোববার (২৯ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মাসব্যাপী এই কর্মসূচির উদ্দেশ্য। শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যম সৃষ্টির আহ্বানও বয়ে আনবে।
ঢাকাটাইমস/০১জুলাই/মোআ)

মন্তব্য করুন