এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ০২:১২
অ- অ+

জুলাইয়ের প্রথম প্রহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার প্রথম প্রহরে বাংলামোটর মোড় থেকে পদযাত্রা শুরু করেন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। এই এক বছরে অনেক অর্জনের পাশাপাশি কিছু অপূর্ণতা ও চ্যালেঞ্জও সামনে এসেছে। একটি ন্যায্য ও সমানাধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, জুলাই আমাদের কাছে সেই আত্মপরিচয়ের মাস। আর এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে— গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে জনগণের সঙ্গে সংলাপে যাওয়া।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা