‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউড তারকাদের ‘জয় হিন্দ’ বার্তা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ২০:১৪
অ- অ+

পাকিস্তানে ভারতের মিসাইল হামলায় উল্লাস প্রকাশ করেছেন বলিউড তারকারা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সেনা ও সরকারের প্রতি জয় হিন্দ বার্তা দিয়েছেন।

গতকাল বুধবার (৬ মে) রাতে ভারত অপারেশন সিঁদুর নামে হামলা চালায় পাকিস্তানে। পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ২৬ জন নিহত ও ৪৬ আহত হয়। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি মসজিদ ও স্থাপনা। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। তাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত, একটি সেনা ব্রিগেটের সদর দপ্তর ধ্বংস ও ১০ জন নিহত বলে খবর প্রচারিত হয়।

এ পরিস্থিতিতে ভারতীয় শোবিজ অঙ্গনের তারকারা নিজ দেশের হামলার পক্ষে অবস্থান নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পদ্মবিভূষণ পুরস্কারজয়ী ভারতের দক্ষিণি সিনেমার অভিনেতা চিরঞ্জীবী মাইক্রোব্লগিং সাইট এক্সে অপারেশন সিঁদুর-এর পোস্টার শেয়ার করেন। আর ক্যাপশনে লেখেন, জয় হিন্দ

দক্ষিণি আরেক অভিনেতা আল্লু অর্জুন এই অভিযানকে সমর্থন করে লেখেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। জয় হিন্দ।

দক্ষিণি সুপারস্টার রজনীকান্ত লেখেন, যোদ্ধার লড়াই শুরু হল। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।

বলিউডের খিলাড়িখ্যাত তারকা অভিনেতা অক্ষয় কুমার। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও বিজেপি ঘেঁষা। ভারতীয় সেনাবাহিনীর মনোবল বাড়াতে মাইক্রোব্লগিং সাইট এক্সে লেখেন, জয় হিন্দ, জয় মহাকাল”।

অভিনেত্রী-নির্মাতা কঙ্গনা রনৌত ভারতের এই অভিযানকে সমর্থন দিয়ে লেখেন, ভারতমাতা কি জয়। সন্ত্রাসের প্রতি কোনো সহনশীলতা নয়।

ক্ষমতাসীন বিজেপি ঘেঁষা বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের এক্স অ্যাকাউন্টে লেখেন, ভারত মাতা কি জয়! হ্যাশট্যাগে অনুপম খের লেখেন, অপারেশন সিঁদুর’।

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ নিজ দেশ ও সেনার জয়গান গেয়েছেন। তিনি লিখেন, জয় হিন্দ কি সেনা। ভারতমাতা কি জয়! অপারেশন সিঁদুর।’

তরুণ নায়িকা রাকুল প্রীত ভারতীয় যোদ্ধাদের স্যালুট জানান। তাদের উদ্দেশে লেখেন, আমাদের বীরদের অতুলনীয় সাহসের জন্য স্যালুট জানাই।’

অভিনেত্রী কাজল আগরওয়াল, নিমরত কৌর, তাপসী পান্নু, অভিনেতা বিনীত কুমার সিংসহ আরও অনেক তারকা অপরশেন সিঁদুর’-এর পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান সমাজমাধ্যমে।

(ঢাকাটাইমস/০৭মে/এলকে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা