২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে

বাইশ বছরের দীর্ঘ যাত্রা শেষ। ইন্টারনেট থেকে বিদায় নিচ্ছে স্কাইপ। প্রযুক্তি জগতের অন্যতম ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ ৫ মে থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট তাদের ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে স্কাইপ এবং মাইক্রোসফট টিমস—এই দুটি প্ল্যাটফর্ম একসঙ্গে রাখার প্রয়োজন আর অনুভব করছেন না। এই সিদ্ধান্তটি মাইক্রোসফটের যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে একীভূত করার এবং মাইক্রোসফট টিমসের উপর পুরোপুরি মনোযোগ দেওয়ার কৌশলের একটি অংশ। তবে, এই সিদ্ধান্ত রাতারাতি নেওয়া হয়নি। মাইক্রোসফট এ বছরের শুরুতে স্কাইপ বন্ধের ঘোষণা দিয়েছিল, যাতে ব্যবহারকারীরা স্কাইপ থেকে টিমসে স্থানান্তরের জন্য পর্যাপ্ত সময় পান। ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো 'মাইক্রোসফ্ট টিমস' পরিষেবাতে স্থানান্তরিত করতে পারবেন
মাইক্রোসফ্ট জানিয়েছে, এই পরিবর্তনটি বিনামূল্যে এবং অর্থপ্রদানকারী উভয় স্কাইপ ব্যবহারকারীদের ওপর প্রভাব ফেলবে। তবে 'স্কাইপ ফর বিজনেসে' প্রভাব পড়বে না। মাইক্রোসফটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বর্তমান স্কাইপ ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে গেলে কোনও বড়সড় সমস্যার সম্মুখীন হবেন না। কারণ, তাদের সরাসরি মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে। স্কাইপের আইডি ব্যবহার করেই টিমসে লগইন করা যাবে।
উল্লেখ্য, স্কাইপ পরিষেবাটি ২০০৩ সালে চালু হয়েছিল। মাইক্রোসফ্ট ২০১১ সালে এটি অধিগ্রহণ করে। এই প্ল্যাটফর্মটিই সর্বপ্রথম সাধারণ মানুষকে অবাধে ভিডিও কলিং করার সুযোগ করে দিয়েছিল। গত দুই দশকে মাইক্রোসফটের এই প্ল্যাটফর্মটি সবচেয়ে জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হয়ে উঠেছিল। বিপুল সংখ্যার টেকপ্রেমীরা এই প্ল্যাটফর্মটির ব্যবহার করতেন। স্কাইপের আগমনে যোগাযোগের কার্যত একটি নতুন বিকল্প খুঁজে পেয়েছিলেন তাঁরা। কিন্তু, বিগত কয়েক বছরে একাধিক নতুন প্ল্যাটফর্মের আগমনে স্কাইপের জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে। হোয়াটসঅ্যাপ এবং ফেসটাইমের মতো প্ল্যাটফর্মের উত্থানের কারণে এই সেগমেন্টে প্রতিযোগিতা বৃদ্ধি পায়। গুগল মিটের আগমনে এই প্রতিযোগিতা আরও তীব্র আকার ধারণ করে। ফলে, ধাক্কা খায় স্কাইপের জনপ্রিয়তা। ধীরে ধীরে এটির ব্যবহারকারীর সংখ্যাও হ্রাস পেতে দেখা যায়।
(ঢাকাটাইমস/৪ মে/আরজেড)

মন্তব্য করুন