রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ২০:১৮
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার রাতে এক অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার র‌্যাব জানায়, আইয়ুব ২০২৪ সালের সেপ্টেম্বরে রাঙ্গুনিয়া থানায় দায়েরকৃত নাশকতা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র নিয়ে শোডাউন, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রত্যক্ষদর্শীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেছেন, তিনি একাধিক মামলার আসামি। তার কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র থাকার তথ্য থাকলেও, র‌্যাবের কাছে তিনি তা প্রকাশ করেননি।

পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/০৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা