সৈয়দ সুজনের কণ্ঠে রবি ঠাকুরের গান 

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১৪:০৩
অ- অ+

সুরের সঙ্গে বসবাস সৈয়দ কামরুজ্জামান সুজনের। তার সুরে সংগীতশিল্পীর কণ্ঠে ডানা মেলে গান। কীবোর্ডে আঙুল চেপে কথা ও সুরে সংগীতও মেশান তিনি। দেশের নামকরা গায়ক-গায়িকা গেয়েছেন তার সুর ও সংগীতে।

এবার আর অন্য কেউ না, নিজেই কণ্ঠে তুলেছেন গান। নিজের সংগীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সখী ভাবনা কাহারে বলে’ গেয়েছেন তিনি। সঙ্গে ছিলেন একঝাঁক সংগীতযন্ত্রশিল্পী অর্কেস্ট্রায়।

কবির ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আরটিভি মিউজিকের বিশেষ নিবেদন ছিল এটি। বুধবার সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। গানচিত্রে নির্দেশনায় ছিলেন নূর হোসাইন হীরা।

সংগীতযন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ রবীন্দ্রসংগীত উপস্থাপন করেছেন কমিউনিটি অর্কেস্ট্রা ঢাকার শিল্পীরা। কমিউনিটি আর্কেস্ট্রা ঢাকা মূলত ক্লেফস মিউজিক ফাউন্ডেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। ২০১৮ সাল থেকে তারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তরুণদের নিয়ে আন্তর্জাতিক মানের সংগীত শিক্ষার প্রসার ও চর্চা করে যাচ্ছে।

ক্লেফস মিউজিক কনজারভেটরি আন্তর্জাতিক মিউজিক কারিকুলাম অনুসরণ করে যন্ত্রসংগীতবিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

সুজন মূলত ক্লাসিক্যাল, ফোক, এক্সপেরিমেন্টাল মিউজিক নিয়ে কাজ করেন। এই প্রথম কোনো অর্কেস্ট্রা টিম নিয়ে কাজ করলেন। ভবিষ্যতে অর্কেস্ট্রা নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/০৮মে/এমএল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা