ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৬:১২| আপডেট : ১১ মে ২০২৫, ১৬:৫৩
অ- অ+

রাজধানীতে ক্রমবর্ধমান ছিনতাই রোধে ডাটাবেইজ বিশ্লেষণ করে বিভিন্ন অপরাধী চক্রের নাম-ধাম শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনাক্তকৃত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি। এই চক্রগুলোকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ।

গত তিন মাসে ছিনতাইবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সফলতার কথাও তুলে ধরেন তিনি। অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বর মাসে ১৪৮ জন এবং ডিসেম্বর মাসে ৫৬৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জানুয়ারি মাসের প্রথম ১১ দিনেই আরও ৩৭৪ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও জানিয়ে তিনি বলেন, যখন এসব অপরাধীরা আইনের আওতায় আসবে এবং মামলার মাধ্যমে কারাগারে থাকবে, তখন তাদের কার্যক্রম কমে আসবে। আমরা চাই এই অপরাধ থেকে নগরবাসী পরিত্রাণ পাক।

(ঢাকাটাইমস/১১মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা