ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৯ মে ২০২৫, ২০:৩৭
অ- অ+

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার জেরে আইপিএল স্থগিত হওয়ার দিনই এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হুমকি।

শুক্রবার সকালে সকালে স্টেডিয়াম কর্তৃপক্ষ একটি বেনামি ইমেইল পায়, সেখানে বলা হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে।

সঙ্গে সঙ্গে বিষয়টি কতৃপক্ষ জনিয়েছে দিল্লি পুলিশকে। হুমকি বার্তায় আরও চাঞ্চল্যকর দাবি করা হয় যে, ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান-সমর্থিত ‘স্লিপার সেল’ রয়েছে, যাদের ‘অপারেশন সিন্দুর’ নামে একটি পরিকল্পনার অংশ হিসেবে সক্রিয় করা হবে।

আইপিএলের সূচি অনুযায়ী, আগামী রবিবার দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের খেলা হওয়ার কথা ছিল। সেই ম্যাচ হবে না। কারণ ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।

ডিডিসিএর এক কর্মকর্তা বলেছেন, ‘পুলিশের একটি দল স্টেডিয়াম পরিদর্শন করে গিয়েছেন। তাঁরা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন’। পরপর তিন দিন ভারতের তিনটি ক্রিকেট স্টেডিয়াম উড়িয়ে দেয়ার ইমেল পাওয়ায় উদ্বিগ্ন ক্রিকেট বোর্ডের কর্তারা।

(ঢাকাটাইমস/৯মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা