আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে ধন্যবাদ জানালো ছাত্রশিবির 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৭:৩৭
অ- অ+

গেল কয়েক দিন ধরে ছাত্রশিবিররা শাহবাগে অবস্থান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেই। এতে ছাত্রজনতা অনেক আনন্দিত ও খুশি। এজন্য বর্তমান সরকারের উপদেষ্টাকে ধন্যবাদ জানান বাংলাদেশ ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। চাঁপাইনবাবগঞ্জে ফকিরপাড়া ঈদ গাঁ মাঠে রবিবার দুপুরে কোরআন দিবসে এ ধরনের কথা বলেন তিনি।

ছাত্রশিবিরের সেক্রেটারি জানান, আওয়ামী লীগের দৃশ্যমান বিচার কাযক্রম দ্রুত করা। আওয়ামী লীগ সেই দল যে মানুষের ভোটাধিকার হরণ করেছিল। বিভিন্ন গণহত্যার সাথে জড়িত, সেই সাথে গুম খুন লুটপাট করে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। এগুলোর সাথে যারা জড়িত ছিল তাদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

ছাত্রশিবিরের সেক্রেটারি আরো জানান, যে দলের বড় নেতারা এখন গুম ও খুন হয়েছে সেই দলের কাউকে দৃশ্যমান দেখা যায়নি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে ভূমিকা নিতে। ছাতজনতা চেয়েছিল তারা একাত্ম প্রশন করবে। সেটা চোখে পড়েনি। তবে আগামীতে ছাত্রজনতার সাথে থাকবেন এমনটাই আশাবাদী কেন্দ্রীয় ছাতশিবিরের এ নেতার।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১১ মে কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়া ঈদ গায়ে সর্বস্তরের মানুষ জমায়েত হলে সেখানে পুলিশসহ বিভিন্ন বাহিনীর গুলিতে আটজন নিহত হয়। সেই দিন থেকে বাংলাদেশ ছাত্রশিবির ওই দিনটিকে কোরআন দিবস হিসেবে পালন করে আসছে। কোরআন দিবসে প্রায় ৪০০ জনের বেশি ছাত্রদের মাঝে কোরআন বিরত করেন অতিথিরা। আব্দুল আলিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সাবেক কেন্দ্রেীয় সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

(ঢাকা টাইমস/১১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান: ফাওজুল কবির খান
সিংড়ায় নিজের বানানো বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
ফরিদপুরে বিএনপি কর্মীর বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা