পিএসএলের মাঝপথে ফিরিয়ে আনা হচ্ছে নাহিদ, রিশাদকে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ২১:৩৫
অ- অ+

ভারত-পাকিস্তান সংঘাতে এমনিতেই পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়া বিদেশি ক্রিকেটাররা শঙ্কিত। তার ওপর বৃহস্পতিবার (৮ মে) পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচের আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ড্রোন। তাতে বেড়েছে নিরাপত্তা ঝুঁকিও। তবে বৃহস্পতিবারের ঘটনার পর দুশ্চিন্তা বেড়ে হয়েছে দ্বিগুণ।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, নাহিদ রিশাদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজ রাত ৯টায় পিএসএলের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদের পেশোয়ার জালমি করাচি কিংসের। তবে স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। কাল মাঠেই মুখোমুখি হওয়ার কথা রিশাদের দল লাহোর কালান্দার্স নাহিদ রানার দল পেশোয়ার জালমির।

ড্রোন হামলার পর পিএসএলে খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র জানিয়েছে, পিসিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক করেছেন টুর্নামেন্টে খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। কর্মকর্তারা তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করলেও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট হতে পারেননি।

পিএসএল থেকে বাংলাদেশের এই দুই ক্রিকেটার যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসছেন, এটা নিশ্চিত। কবে, কখন, কীভাবে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, বিসিবি এখন সেসব নিয়েই কাজ করছে।

ওদিকে পিসিবির মুখপাত্র আমির মীর পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে বলেছেন, ‘আকাশসীমাসংক্রান্ত জটিলতার কারণে বিদেশি ক্রিকেটারদের এখন দেশ (পাকিস্তান) ছাড়ার কোনো সুযোগ নেই। তবে তারা এখানে পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আছে।

(ঢাকাটাইমস/০৮মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা