চাঁদপুরের ফরক্কাবাদ কলেজের সভাপতি ইউএনও, বিদ্যোৎসাহী সদস্য গাজী জহিরুল ইসলাম

চাঁদপুরের ফরক্কাবাদ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) এবং গাজী জহিরুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, গভর্নিং বডির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে দুই বছর, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্লান্ত অভিভূক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (অসংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যালন্সর যে কোনো সময় এই মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করে।
(ঢাকাটাইমস/০৮মে/এলএম/এমআর)

মন্তব্য করুন