জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান

ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘ভুয়া এবং মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতশাসিত জম্মু এবং এর সংলগ্ন এলাকায় ‘জোরে বিস্ফোরণের শব্দ’ শোনা গেছে বলে অভিযোগ করা হয়েছে এবং পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে উড়ে আসা প্রজেক্টাইলগুলোকে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা দিচ্ছে এমন প্রতিবেদনের কোনো সত্যতা নেই।
এতে আরও বলা হয়েছে, ‘ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হল একটি ব্যর্থ এবং মিথ্যা ধারণা তৈরি করা যে পাকিস্তানও ভারত আক্রমণ করছে’। এই ‘মিথ্যা সংবাদ ছড়িয়ে, ভারত তার নগ্ন আগ্রাসনের জন্য একটি ধারাবাহিক মিথ্যা অজুহাত তৈরির চেষ্টা করছে।’
এদিকে ভারত-শাসিত কাশ্মীরে যেকোনো হামলার জন্য পাকিস্তানের দায় অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে বিস্ফোরণ এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার খবর প্রকাশের কিছুক্ষণ পরই বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা এটা অস্বীকার করছি, আমরা এখন পর্যন্ত কোনো আক্রমণ করিনি।’
তিনি আরও বলেন, ‘যখন পাকিস্তান হামলা চালাবে, তখন সবাই তা জানতে পারবে। আমরা হামলা চালিয়ে অস্বীকার করব না।’
সূত্র: ডন, বিবিসি
(ঢাকাটাইমস/০৮মে/এমআর)

মন্তব্য করুন