লাহোরে বিমানবন্দরের কাছে ভারতীয় ড্রোন ভূপাতিত, বিস্ফোরণ

পাকিস্তানের লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে ওয়ালটন রোডে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে আজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
পুলিশ সূত্র জানায়, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়। ড্রোনটির আকার ৫ থেকে ৬ ফুট। এটি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল। ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয়।
ড্রোনটি সংবেদনশীল স্থানের ওপর নজরদারি করছিল এবং এতে বিস্ফোরক দ্রব্য ছিল। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।
এদিকে সাামা টিভির প্রতিবেদনে বলা হয়, লাহোরের গোপালনগর ও নাসিরাবাদ এলাকায়, যা ওয়ালটন বিমানবন্দরের কাছে অবস্থিত, সেখানেই বিস্ফোরণ ঘটে। আতঙ্কে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং আকাশে ধোঁয়া দেখতে পান তারা।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণটি কোথায় বা কীভাবে ঘটেছে।
এর আগে বুধবার পাকিস্তানের ভেতরে নয়টি স্থানে বিমান হামলা করে ভারত। এতে ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি মসজিদ।
এদিকে বৃহস্পতিবার ভোরে লাহোর ও সিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৮মে/মোআ)

মন্তব্য করুন