রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ১২:৫০| আপডেট : ০৭ মে ২০২৫, ১৩:৪৩
অ- অ+

রোমাঞ্চকর এক ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চমক দেখাল ইন্টার মিলান।

খেলার শুরুতেই দারুণভাবে ২ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। এরপর পরপর ২ গোলে চমক দেখায় বার্সা। শেষদিকে আরও এক গোলে জয়ের কাছে পৌঁছে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এই গোল শোধ দিয়ে দেন ফ্রান্সেসকো আচেরবি। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে ব্যবধান গড়ে দেন দাভিদ ফ্রাত্তেসি।

লাউতারো মার্তিনেস ও হাকান কালহানোগলুর গোলে ইন্টার লিড নেওয়ার পর বার্সাকে সমতায় ফেরান এরিক গার্সিয়া ও দানি ওলমো। পরে তাদের এগিয়ে নেন রাফিনিয়া। যোগ করা সময়ে ইন্টারকে আচেরবি সমতায় ফেরানোর পর অতিরিক্তি সময়ে জয়সূচক গোলটি করেন ফ্রাত্তেসি।

ম্যাচের ২৩তম মিনিটে সুযোগ পায় ইন্টার। ডেনজেল ডামফ্রিসের দেওয়া বল টেনে নিয়ে স্ট্যান্সনিকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন লাওতারো। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে চালকের আসনে বসান কালহানোগলু।

বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান কমান গার্সিয়া। বক্সের বাঁ দিক থেকে জেরার্দ মার্তিনের ক্রসে ভলিতে ঠিকানা খুঁজে নেন বার্সা ডিফেন্ডার। ছয় মিনিট পর সমতায় ফেরে তারা। মার্তিনের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন ওলমো। ৮৭তম মিনিটে চমক দেখান রাফিনিয়া। পেদ্রির পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই তারকা। কিন্তু যোগ করা সময়ে ইন্টারকে সমতায় ফেরান আচেরবি। বক্সের বাইর থেকে আসা ডামফ্রিসের ক্রস টোকায় জালে পাঠান তিনি।

অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে ম্যাচের ৯৯তম মিনিটে ইন্টারকে ৪-৩ গোলে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফ্রাত্তেসি। বক্সে মেহদি তারেমির পাস থেকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার। শেষে অনেক চেষ্টা করেও আর গোল পায়নি বার্সা।

(ঢাকাটাইমস/৭মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা