সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন মেয়ে

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১২:৩৫| আপডেট : ০৮ মে ২০২৫, ১৩:৫০
অ- অ+

ঢাকার সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন মেয়ে। এ ঘটনায় ঘাতক মেয়েকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সাভারের মজিদপুর এলাকার একটি বহুতল ভবনের ৫ম তলায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম আব্দুর সাত্তার (৫৬)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

ঘাতক ও পুলিশের বরাতে জানা যায়, ২০২২ সালে নিহত সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নাটোরের সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন তার মেয়ে। সেই মামলায় দীর্ঘদিন কারাভোগ শেষে সম্প্রতি আবারো সাভারে ভাড়া বাসায় একসাথে বসবাস করছিল বাবা-মেয়ে। তবে পূর্বের সেই ঘটনার জেরে তাদের মধ্যে পুনরায় মনমালিন্য দেখা দেয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খেতে দেয় মেয়ে পরে আজ ভোরে ঘুমন্ত বাবাকে নিজেই ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যা শেষে জরুরি সেবা নাম্বার-৯৯৯ এ কল করে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিজেই পুলিশকে খবর দেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় জড়িত নিহতের মেয়েকে আটক করা হয়। পাশাপাশি মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

(ঢাকা টাইমস/০৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা