চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারের সঙ্গী পিএসজি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১২:২০
অ- অ+

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দাপট দেখিয়ে জিতেছে পিএসজি। বুধবার পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে আর্সেনালকে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে চলে গেছে লুইস এনরিকের দল।

এর ফলে শেষ চার থেকেই বিদায় নিতে হলো আর্সেনালকে।

ম্যাচের শুরুর দিকে পায়ে বলই রাখতে পারছিল না স্বাগতিক পিএসজি। কয়েকবার পিএসজির বক্সে ঢুকে আক্রমণ করতে দেখা গেছে আর্সেনালকে। পুরো প্রথমার্ধেই বল দখলে বেশ পিছিয়ে ছিল পিএসজি। তাদের শটও ছিল কম, তবে ৫ শটের মধ্যে ৩টাই ছিল গোলপোস্টে।

বিপরীতে মিকেল আর্তেতার শিষ্যরা ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে সক্ষম হয় মাত্র দুটি। এর মাঝেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ফরাসি চ্যাম্পিয়নদের সামনে। ১৭ মিনিটে খিচা কাভারৎস্খেলিয়া জোরালো শট নেন বাঁ প্রান্ত থেকে। ডেভিড ডি রায়া নাগাল পাননি সেটি, তবে বল গিয়ে আঘাত করে সেকেন্ড বারে।

২৭ মিনিটে পিএসজি প্রথম গোল পায়। আর্সেনালের থমাস পার্টে ভুলভাবে একটি হেড করেন, যা পিএসজির ফাবিয়ান রুইজের পায়ে এসে পড়ে। তিনি দারুণভাবে বল কন্ট্রোল করে জোরালো শটে গোল করেন।

এরপর ৬৯ মিনিটে আশরাফ হাকিমির শট হাতে লাগিয়ে পিএসজিকে পেনাল্টি উপহার দেন মাইলস লুইস-স্কেলি। কিন্তু ভিটিনহার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।

পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করে তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। চমৎকার শটে রায়াকে পরাস্ত করেন হাকিমি।

২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার ৭৭তম মিনিটে সাকা আর্সেনালের হয়ে একটি গোল শোধ দেন। মারকুইনহোসের কাছ থেকে বল কেড়ে নেওয়ার পর তার ক্রস প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে সাকার কাছে পড়ে। কিপারের চ্যালেঞ্জ সামলে নিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। এর কয়েক মিনিট পর একটি সহজ সুযোগ মিস করে পিএসজির জয় নিশ্চিত করে দেন তিনি।

২০২০ সালের পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার পিএসজি ইউসিএলের ফাইনালে উঠল।

মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় ফাইনালে ইন্টার মিলান রয়েছে পিএসজির অপেক্ষায়।

(ঢাকাটাইমস/৮মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা