পিএসএলে জোড়া সেঞ্চুরির রেকর্ড

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক অনন্য ব্যাটিং কীর্তি দেখলো ক্রিকেট বিশ্ব। ইসলামাবাদের বিপক্ষে ম্যাচে কোয়েটার দুই ব্যাটার রাইলি রুশো এবং হাসান নাওয়াজ দু’জনেই করেছেন সেঞ্চুরি।
টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি বেশ বিরল এক দৃশ্যই। ২০ ওভারের ক্রিকেটে এর আগ পর্যন্ত জোড়া সেঞ্চুরির ইনিংস দেখা গিয়েছে মোটে ৯ বার। গতকাল পিএসএলে দেখা গেল ১০ম জোড়া সেঞ্চুরি।
ইসলামাবাদের বিপক্ষে খেলতে নেমে কোয়েটার দুই ব্যাটার রাইলি রুশো এবং হাসান নাওয়াজ তুলে নিয়েছেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকান ব্যাটার রুশো ৪৬ বলে ১০৪ এবং হাসান নাওয়াজ ৪৫ বলে করেছেন শতক। দুজনের ব্যাটে ভর করে ২৬৩ রানের পাহাড়সম এক স্কোর দাঁড় করায় কোয়েটা। যেটি পিএসএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। আর এতেই ইসলামাবাদকে ১০৯ রানের ব্যবধানে হারিয়েছে কোয়েটা।
এদিনের রেকর্ডটা হলো, প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে একই ইনিংসে দুজন নন-ওপেনার ব্যাটার করলেন সেঞ্চুরি। আগের ৯ জোড়া সেঞ্চুরির ঘটনায় অন্তত একজন ওপেনারের উপস্থিতি ছিল। আর গতকাল ইসলামাবাদের বিপক্ষে সেঞ্চুরি পেলেন তিনে নামা রাইলি রুশো এবং চারে ব্যাট করতে আসা হাসান নাওয়াজ।
এখানেই শেষ নয়, প্রথমবারের মতো পিএসএলে একই ইনিংসে দেখা গিয়েছে দুই সেঞ্চুরি, সেটাও এক রেকর্ড।
কোয়েটার দেয়া ২৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড অলআউট হয়েছে মাত্র ১৫৪ রানে। ফলে ১০৯ রানের বিশাল জয় পেয়েছে কোয়েটা।
(ঢাকাটাইমস/৮মে/আরকে)

মন্তব্য করুন