ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ০১:৩৫| আপডেট : ০৮ মে ২০২৫, ০১:৪১
অ- অ+

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ১২টার দিকে উত্তরার জোনাল এসি ও পশ্চিম থানার ওসির নেতৃত্বে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমপি হাবিব হাসান মাত্র তিন বছর সংসদ সদস্য ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে অংশ নিয়ে ২০২০ সালের নভেম্বর ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন মারা যাওয়ার কারণে আসনটি শূন্য হয়।

হাবিব হাসান এমপি থাকাকালীন তিন বছরে অন্তত শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে।

স্থানীয়রা জানান, এমপি ও মহানগর উত্তর আওয়ামী লীগের পদের অপব্যবহার করে হাবিব নানা দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম জড়িয়ে নিজের, স্ত্রী-ছেলে ও ভাইদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েন।

প্রসংগত, গত সেপ্টেম্বরে উত্তরার ৭ নম্বর সেক্টরে হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে যৌথ বাহিনী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা, ৩ টি পুলিশ লেখা বুলেট প্রুফ জ্যাকেট, ১ টি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি ও ১ টি হ্যারিয়ার জিপ গাড়ি উদ্ধার করে।

(ঢাকাটাইমস/০৮মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা