অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ, যা বললেন শামীম

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা নামের এক অভিনেত্রী। মঙ্গলবার বিকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত সাড়ে ৯ টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেতা শামীম হাসান সরকার।
তার ভাষ্যমতে―সহশিল্পীকে কোনো যৌন হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্পর্কে শামীম হাসান বলেন, ‘তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোন শত্রুতা নেই। গত পরশুদিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এসময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতোটুকুই।’
এদিকে শামীম হাসানের বিরুদ্ধে শুধু ধর্ষণের হুমকি নয়, মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা।
এই বিষয়টি তুলে শামীম হাসান বলেন, ‘আমি কোনো নেশাদ্রব্য খাই না। অতীত তো অতীতই। কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত না। সেটা সেটের সবাই জানে। আমি সেটে কোনো গাঁজা সেবন করিনি, তাকে যৌন হেনস্তাও করিনি। তবে তাকে গালি দিয়েছিলাম।’
প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে শামীম বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেবো না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলে যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’
(ঢাকাটাইমস/০৭মে/এলকে)

মন্তব্য করুন