এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত
আধুনিক প্রশিক্ষণে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির তাগিদ দিলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সম্মেলনে এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, ‘দেশের আকাশসীমা সুরক্ষা ও মাতৃভূমির সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা গর্ব করার মতো। আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘সদস্যদের পেশাদারিত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।’
সম্মেলন শেষে বিমান বাহিনী প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শালদের সঙ্গে একটি গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন