টঙ্গীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

টঙ্গীতে স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস নিয়ে মহিদুল ইসলাম ওরফে মধু মোল্লা (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। লাশের সঙ্গে একটি চিরকুট ছিল। তাতে লেখা ছিল- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও।
বৃহস্পতিবার সকালে টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাংসারিক খুঁটিনাটি বিষয়াদি নিয়ে মধু মোল্লা ও তার স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই জেরে তার স্ত্রী গার্মেন্টসে চলে গেলে সকাল ১০টার দিকে ভাড়া বাসার সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে থাকে। পরিবার ও আশপাশের লোকজন খবর পেয়ে মধু মোল্লাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সাথে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/০৮মে/এসএ)

মন্তব্য করুন