ভারত এবার হামলা চালিয়েছে পাকিস্তানের পাঞ্জাবে

ভারত-পাকিস্তান যুদ্ধ যেন থামতে চাইছে না। ১৯৪৭ সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে। ভারত ও পাকিস্তানের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল।
পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন শহরে বিনা উসকানিতে ভারতীয় হামলায় কমপক্ষে ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ৫৭ জন আহত হয়েছেন। আজাদ কাশ্মির হামলা চালানোর একদিন পর পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত। ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৪৭ মিনিটে পাক সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাঞ্জাবের গুজরানওয়ালার গুজরাটের ডিঙ্গা এলাকায় একটি ড্রোন পাঠায় ভারত। যা সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়েছে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রেঁস্তোরায় বসে তারা খাবার খাচ্ছিলেন। তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। তবে এ ড্রোনের আঘাতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রতিরক্ষা মিসাইলের বিকট শব্দ শুনতে পান। ওই সময় ড্রোনটিও মাটিতে আছড়ে পড়তে দেখেন তারা। ওই সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
(ঢাকাটাইমস/৮ মে/আরজেড)

মন্তব্য করুন