সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১৮:১১| আপডেট : ০৮ মে ২০২৫, ১৮:১৭
অ- অ+

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারের সহযোগিতায় দেশত্যাগ করেন বলে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এজন্য তাকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনে গিয়ে রাশেদ এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। পরবর্তীতে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানের হাতে স্মারকলিপি তুলে দেন।

রাশেদ খাঁন বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য দায়ী থাকবে অন্তর্বর্তী সরকার। এই সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার। জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ, রাষ্ট্র সংস্কার, আহতদের পুনর্বাসন ও শহীদের যথাযথ মর্যাদা প্রদান ছিল আপনাদের ওপর জনগণের অর্পিত দায়িত্ব। কিন্তু আপনারা ধীরে ধীরে সেই দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। তাই গণঅভ্যুত্থানের অংশীজনদের পক্ষ থেকে আপনাদের প্রতি ধিক্কার ও ঘৃণা প্রকাশ করছি।’

এসময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম ও আবদুজ্জাহের, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি রাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু মনসুর সাজু চৌধুরী।

(ঢাকাটাইমস/০৮মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা