মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১৮:৫৬
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায়

এই দুর্ঘটনা ঘটে। তাৎণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ বিকাল ৫টার দিকে বাসা বাড়ির পরিবর্তনের মালামাল নিয়ে মহাসড়কের ওইস্থানে পৌছালে সামনে থাকা একটি লুবেটকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক, হেলপার ও মালামালের মালিক তিনজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয়। হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, নিহতদের মধ্যে একজন বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। তিনি তার বাসা পরিবর্তনের মালামাল সরাতে পিকআপটি ভাড়া করেছিলেন। এছাড়া নিহতদের মধ্যে একজন পিকআপের চালক অপরজন হেলপার।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা