‘আব্দুল হামিদের দেশত্যাগে সহযোগিতাকারীদের শাস্তির আওতায় আনা হবে, না হলে পদত্যাগ করবো’ 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ২০:০১
অ- অ+

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা আব্দুল হামিদকে দেশত্যাগে সহযোগিতা করেছেন তাদের শুধু পদত্যাগ না, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। যদি তাদের শাস্তির আওতায় আনতে না পারি তাহলে আমি পদত্যাগ করে চলে যাবো।’

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইশৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। দেশবাসী যে পরিস্থিতিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই পরিস্থিতি থেকে এখন পর্যন্ত অনেক উন্নতি করার চেষ্টা করেছি।'

এরপর দিনাজপুর গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মকলেসপুর গ্রামে বোরো ধান ব্রি-ধান-৮৮ কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

(ঢাকা টাইমস/০৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা