ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যর্থ করার দাবি নয়াদিল্লির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১৯:০৭| আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:১৬
অ- অ+
রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা

ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেছে ভারত সরকার।

মোদি সরকার এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার রাতভর ও ভোরে দিকে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তান। এ হামলায় পাকিস্তানি বাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছিল।

এছাড়াও এ হামলার জবাবে ভারতীয় বাহিনী লাহোরসহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

নিরাপত্তা সূত্রগুলো ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত হার্পি ড্রোন ব্যবহার করেছিল, অন্যদিকে ভারত তার শহরগুলোতে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল।

ভারতের সরকারি কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এছাড়াও আরও বেশ কয়েকটি ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) এবং হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ইসরায়েলে তৈরি হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।

এদিকে এই বিবৃতির কয়েক ঘণ্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ৭ ও ৭ মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করলে ১২টি ড্রোন ভূপাতিত করা হয়। এর মধ্যে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে।

তিনি আরও জানান, পাকিস্তান সেনাবাহিনী যথাযথ পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এখনও অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে, পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা (ভারত) ইসরায়েলি তৈরি হেরোপ ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ।

সূত্র: এনডিটিভি, ডন

(ঢাকাটাইমস/০৮মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা