জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ২২:২১| আপডেট : ০৮ মে ২০২৫, ২৩:১৭
অ- অ+

ভারত-শাসিত জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থান প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এর ফলে এসব শহরে সাইরেন বেজে ওঠে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে তীব্র আক্রমণ শুরু করে পাকিস্তান। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্লাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

অন্যদিকে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং রাজস্থানের কিছু অংশেও হামলার খবর পাওয়া গেছে এবং সেখানেও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রতিরক্ষা সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জম্মুর আরনিয়া, আরএসপুরা, সাম্বাসাতওয়ারি এই সমস্ত এলাকায় টার্গেট করে কমপক্ষে ৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান।

স্থানীয়দের পাঠানো মোবাইল ফোনের ভিডিওতে দেখা যায়, জম্মু-কাশ্মীরের আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে। ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে প্রতিহত করার সময় এই দৃশ্য দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জম্মু শহরের কিছু অংশে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বন্ধ রয়েছে, এতে স্থানীয়দের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

এদিকে হিমাচল প্রদেশের ধর্মশালায় চলা আইপিএলের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের হামলার খবরে নিরাপত্তা শঙ্কায় স্টেডিয়াম খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।

ম্যাচের ১০ ওভার ১ বলের খেলা শেষে হুট করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/০৮মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা