বঙ্গতে এলো আসিফ চৌধুরীর ‘ফ্যাঁকড়া’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১৮:৩১| আপডেট : ০৮ মে ২০২৫, ১৮:৪৪
অ- অ+

গত বছরের আগস্টে সারাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তাল, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। ওই সময় ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ নির্মাণ করেন তরুণ নির্মাতা আসিফ চৌধুরী। বৃহস্পতিবার রাতে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘সিরিজটি’।

রাজপথ, বন্যা, রাজনৈতিক উত্তেজনা আর একঝাঁক সাহসী শিল্পীর নিরলস পরিশ্রম—সবকিছুর মিশেলে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, সারাহ আলম, মীর রাব্বি, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ আরও অনেকে।

সিরিজটির মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে ‘ফ্যাঁকড়া’র নির্মাতা, কলাকুশলীদের তাদের বক্তব্যে জানান, শুধু অভিনয় নয়, ‘ফ্যাঁকড়া’র শুটিংয়ের পেছনের গল্পও যেন আরেকটি থ্রিলার। কোথাও বন্যা, কোথাও রাজনৈতিক উত্তেজনা, কোথাও আবার বাস্তব ডাকাত পাহারা—সব পেরিয়ে দাঁড়িয়েছে এই সিরিজ।

এসময় সিরিজের মূল চরিত্রে থাকা শ্যামল মাওলা জানান, ‘জুলাই বিপ্লবের পর আমরা যখন শুটিং করি, চারদিকেই তখন অস্থিরতা। এমন সময়েও থেমে থাকিনি। এমনকি ডাকাত পাহারা দিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এটা আমাদের কাছে শুধুই অভিনয় নয়, দায়িত্বও ছিল।’

অভিনেত্রী নিশাত প্রিয়ম বলেন, ‘এই চরিত্র একদমই নতুন আমার জন্য। ডাবিংয়ের সময়ও বারবার মনে হয়েছে, পুরো সিরিজটা দেখতে চাই। আমার পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ, এমন চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।’

সিরিজে ‘গোলাপী’ চরিত্রে অভিনয় করা নিদ্রা দে নেহা বলেন, ফ্যাঁকড়ার গোলাপী কিন্তু নামের মতো কোমল না। পুরো শুটিংয়ে এক পোশাকে ছিলাম, কোনো মেকআপ নিইনি। কিন্তু ইউনিটের সবাই এতটাই সহযোগিতাপরায়ণ ছিল যে, শুটিংটা সহজ হয়ে গেছে।

পরিচালক আসিফ চৌধুরী বলেন, ‘ফ্যাঁকড়া’ শুধু একটি থ্রিলার নয়, এটি এক যন্ত্রণাময় ও মানবিক গল্প। এখানে আছে ভালোবাসা, আত্মত্যাগ, প্রতিশোধ এবং অপরাধের জটিল জগৎ। শুটিং করতে গিয়ে ডিজিএফআই-এর মুখোমুখিও হতে হয়েছে আমাকে। কিন্তু কোনো বাধাই আমাদের থামাতে পারেনি।’

এসময় তিনি সিরিজের দ্বিতীয় কিস্তির কথাও আভাসে জানিয়ে দেন।

(ঢাকাটাইমস/৮মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা