২০ মার্কের প্রশ্নে ১১ বানান ভুল

পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রশ্নপত্রে অজস্র ভুল, উদ্বিগ্ন অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১৯:৩৫| আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:৪০
অ- অ+

অবস্থানকে ‘আবস্থান’, পূর্ণমানকে ‘পূর্ন মান’, জীবজন্তুকে ‘জীবতন্ত’, আলোকে-কে ‘আশেকে’— এমন অজস্র ভুল বানানে ছাপা হচ্ছে প্রশ্নপত্র। এমনকি নিজের শিক্ষা প্রতিষ্ঠানের নামের বানানও ভুল। আর ভুলে ভরা সেই প্রশ্নেপত্রেই হচ্ছে পরীক্ষা। প্রশ্নে পত্রে এমন ভুলের কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন।

ভুল বানানের প্রশ্নেপত্রে পরীক্ষার এমন কাণ্ড ঘটছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির হিন্দু ধর্ম শিক্ষার ২০ মার্কের পরীক্ষার প্রশ্নে এরকম ১১টি ভুল ধরা পড়েছে। যার মধ্যে প্রতিষ্ঠানের নামের বানান ল্যাবরেটরিকেও ‘ল্যাবেরটরী’ লেখা হয়েছে।

অন্যদিকে নবম শ্রেণির পারিবারিক শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা পরীক্ষার বিষয়ের নামসহ মোট ১৪টি শব্দের বানান ভুল রয়েছে।

গত বুধবার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির হিন্দু ধর্ম ও নবম শ্রেণির পারিবারিক শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের অর্ধ-বার্ষিক পরীক্ষায় প্রায় সব বিষয়ের প্রশ্নেই এমন ভুল হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষার্থী। ঢাকাটাইমসের হাতেও এমন চারটি পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ রয়েছে।

প্রশ্নে এমন ভুল থাকা এবং তা দিয়েই পরীক্ষা নেওয়ায় ঘটনায় বিভিন্ন মহলে চলছে সমালোচনা। প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলছেন, প্রশ্ন করা এবং তা শিক্ষার্থীদের হাতে সরবরাহের আগে শিক্ষকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।

দশম শ্রেণির হিন্দুধর্ম শিক্ষা পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের একাধিক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকালের (বুধবার) পরীক্ষার প্রশ্নে বানানগুলো এমন ছিল যে, ২০ মিনিটের পরীক্ষায় ভুল বানানগুলো সঠিক ভাবে বুঝতেই তাদের দশ মিনিট সময় চলে গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সাত্তার ঢাকাটাইমসকে বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত হওয়ায় এ ব্যাপারে যোগাযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিমের সঙ্গে। তিনি বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

(ঢাকাটাইমস/০৮মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা