ভারত-পাকিস্তান সংঘাত: পিএসএলে খেলা রিশাদ-নাহিদকে নিয়ে যা ভাবছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ১৪:০০| আপডেট : ০৭ মে ২০২৫, ১৫:০৩
অ- অ+

গতকাল মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এতে বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে। হামলার জবাবও দিয়েছে পাকিস্তান। তাদের পাল্টা আঘাতে এখন পর্যন্ত ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি গণমাধ্যমের।

কিছুদিন ধরেই এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা গতকাল সংঘাতে রূপ নিয়েছে। পার্শ্ববর্তী দেশে যুদ্ধ হলে সেটা আশেপাশের অন্যান্য দেশের জন্যও বিরাট এক চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে আছে অন্য এক দুশ্চিন্তার দিকও। ভারতে যেমন চলছে আইপিএল আর পাকিস্তানে চলছে পিএসএল। দুই দেশেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন বিশ্বের নানা দেশের ক্রিকেটাররা। এর মাঝে পাকিস্তানে আছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা।

পিএসএলে নাহিদ খেলছেন পেশোয়ারে আর রিশাদ লাহোরের হয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টে বাকি আছে বেশ কিছু ম্যাচ। চলমান সংঘাতের মাঝে এই দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা হবে কি না তা জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে।

এ বিষয়ে তিনি জানান, পাকিস্তানে পরিস্থিতি খারাপ হলে অবশ্যই রিশাদ এবং নাহিদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

এখন পর্যন্ত লিগ পর্বে নাহিদের দলের বাকি আছে ২ ম্যাচ। আর রিশাদের দলের বাকি আছে ১ ম্যাচ। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। তবে চলমান সংঘাতময় পরিস্থিতি বজায় থাকলে তার আগেই ফিরিয়ে আনা হতে পারে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে।

(ঢাকাটাইমস/৭মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন: বোমা হামলা ইরানের পরমাণু কর্মসূচির ধ্বংস করতে পারেনি
ডেঙ্গু, চিকুনগুনিয়া না করোনায় আক্রান্ত হয়েছেন, বুঝবেন যেভাবে
এবার ড. ইউনূস ও দুদকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযাগ টিউলিপের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা