ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?

পেয়েও কি হারালেন তাবিথ আউয়াল? এই যাত্রায় কি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসার স্বপ্ন অধরাই রয়ে গেল? ইশরাক হোসেন যখন নগর ভবনে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন তখনও তাবিথ আউয়ালের সমর্থকরা জানেন না বাফুফে সভাপতি আসলে মেয়রের চেয়ার থেকে ঠিক কত দূরে?
তাবিথ আউয়াল এই যাত্রায় কি ট্রেন মিস করলেন? স্বেচ্ছায়? নাকি অন্য কোনো কারণ আছে? কোনো রাজনৈতিক কৌশল? দলের প্রতি আনুগত্য? নাকি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনকে স্বীকৃতি না দিয়ে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করার ইচ্ছে?
তারেক রহমানই বা কি চেয়েছিলেন তার ক্ষেত্রে? এসব নিয়ে নানা প্রশ্ন বিএনপির নেতাকর্মী ও তাবিথ আউয়ালের সমর্থকদের মধ্যে।
ঢাকা টাইমস যা জানতে পেরেছে, তা রীতিমতো চাঞ্চল্যকর। খোদ তারেক রহমান নিজেই নাকি অনুমতি দিয়েছিলেন তাবিথকে। তাবিথের করা নির্বাচনি ট্রাইব্যুনালের মামলা দ্রুততার সঙ্গে শেষ করতে আইনি লড়াইয়ে গতি বাড়াতে অনুমতি দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ঢাকা টাইমস নিশ্চিত হয়েছে, ফলাফল অনুকূলে আসার সম্ভাবনা প্রবল বিবেচনায় তাবিথ আউয়ালকে তারেক রহমানের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। তাবিথ যেন নির্বাচনি ট্রাইব্যুনালে যোগাযোগ করে রায় ঘোষণার দিনক্ষণ এগিয়ে আনতে কাজ করেন, এমন ইঙ্গিতও নাকি তাকে দলের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়েছিল। কিন্তু খোদ তাবিথই নাকি দ্বিধায় ছিলেন।
বাবা ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে নাকি তাবিথ এমনটাই বলেছেন, আওয়ামী লীগ আমলের নির্বাচনের বৈধতা দিতে চান না তিনি। তাছাড়া চট্টগ্রামের মেয়র পদে শাহাদাত হোসেনের অভিষেককেও তারেক রহমান ভেতরে ভেতরে ভালোভাবে নেননি, এমনটাই ধারণা তাবিথের।
তাই দুই-তিন মাসের মেয়র হয়ে অযথা শুধু অনার বোর্ডে নাম উঠানোতে আগ্রহ নেই আব্দুল আউয়াল মিন্টু পুত্রের। বরং আবার নির্বাচন করে বিজয়ী হয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনেই বেশি আগ্রহ তাবিথ আউয়ালের। নির্বাচনি ট্রাইব্যুনাল যদি বিজয়ী ঘোষণা করতো এবং গেজেট প্রকাশের পর শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসলেও ২১ মে শেষ হতো মেয়াদ; সামান্য কয়েক দিন কেনই বা পদে বসে কিছু করতে না পারার দুর্নাম নিয়ে সরে যাবেন তরুণ এই নেতা?
তার অনুসারীরা তাকে বড় ও দায়িত্বশীল পদে যে দেখতে চান, এটা তাবিথ আউয়াল ভালো করেই জানেন। ভেতরে ভেতরে সেই প্রস্তুতিই তিনি নিচ্ছেন। ট্রেন মিস করলেন নাকি দীর্ঘ সময় ট্রেনের যাত্রী হবেন তাবিথ, তা সময়ই বলে দেবে।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এআরডি)

মন্তব্য করুন