যশোরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১৯:০৪
অ- অ+

যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে আব্দুর রহমান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান শহরের বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।

আব্দুর রহমানের খালা মনি খাতুন জানান, গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয় রহমান। এরপর আর ফিরে আসেনি। মোবাইলের মাধ্যমে জানতে পারি আব্দুর রহমানের লাশ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২টায় তিন বন্ধু মিলে খালে গোসল করতে নামে। গোসল শেষে দুজন উঠে এলেও একজন ডুবে যায়। তখন বাকি দুজন স্থানীয়দের সহযোগিতা চান। আশপাশের মানুষ খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরনে থাকা জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিল। মরদেহ উদ্ধার করে ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর একই খাল থেকে গোসল করতে নেমে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

(ঢাকা টাইমস/০৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা