শেখ হাসিনার সুধা সদনের ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার

শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদনের ব্যক্তিগত কর্মকর্তা (বেসরকারি) এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানার পুলিশ। বুধবার রাতে রাজধানীর সাইন্সল্যাব এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মিজান জুলাই-আগস্টের কেপিআইভুক্ত বিএসআরআরআই-এর অভ্যন্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অর্থদাতা ও মদদদাতা বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার সকালে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন উদ্দিন ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, গতরাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেট থানাধীন সাইন্সল্যাব মোড় থেকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউমার্কেট থানার ১৬ নম্বর মামলার আসামি।
গ্রেপ্তার আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে পুলিশ কর্মকর্তা মোহসীন উদ্দিন জানান, এস এম মিজানুর রহমান ২০০১ সাল থেকে শেখ হাসিনার ব্যক্তিগত অফিসার (বেসরকারি) হিসাবে সুধা সদনে দায়িত্ব পালন করছেন এবং ছাত্র আন্দোলন চলাকালীন কেপিআইভুক্ত বিএসআরআরআই-এর অভ্যন্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অর্থদাতা ও মদদদাতা। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/৮মে/এলএম/মোআ)

মন্তব্য করুন