আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৫, ১৬:৩৯
অ- অ+

রাজধানীর আফতাবনগরে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আজরাত সাদিয়া (২৩)। তিনি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকার মো. আব্দুল কাইয়ুমের মেয়ে।

নিহতের ভাই তানজিম নওশাদ গণমাধ্যমকে বলেন, ‘আমি ও আমার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসের কাজ শেষে অটোরিকশায় ফিরছিলাম। আফতাবনগর গেটে রিকশা থেকে নেমে আমাদের মেজো বোনের বাসায় যাওয়ার কথা ছিল। এর আগেই আমার বোনের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে ফাঁস লেগে যায়। সাথে সাথেই সে অচেতন হয়ে যায়। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভাই ও বোন অটোরিকশায় করে যাচ্ছিলেন। হঠাৎ ওড়না পেঁচিয়ে তিনি মারা যান। আমরা খবর পেয়েই একজন অফিসারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে বনশ্রীতে অটো রিকশা দুর্ঘটনায় মারা যান দুই জন। গত কয়েক সপ্তাহে রাজধানীতে অটো রিকশায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

(ঢাকাটাইমস/০৫মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা